ইন্টারনেট কি এবং কেন
ইন্টারনেট কি এবং কেন
ইন্টারনেট মূলত একটি সুবিশাল কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া আর কিছুই নায়। প্রকৃতপক্ষে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোকে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সাথে একের পর এক যুক্ত করে পৃথিবীব্যাপী যে সুবিশল কম্পিউটার নেটওয়ার্ক তৈরি হয়েছে- সংক্ষেপে তাকেই বলা হয় ইন্টারনেট।
এই কারণে, ইন্টারনেটকে সকল নেটওয়ার্কের সম্রাট হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে আপনার কম্পিউটারটি যখন ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাবে তখন ঘরে রাখা কম্পিউটারটির সামনে বসে আপনি আমেরিকা বা আফ্রিকায় অবস্থিত কম্পিউটারের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবেন। প্রেরণা কিংবা গ্রহণ করতে পারবেন সকল ধরনের বার্তা। বিনিময় করতে পারবেন ছবি সিনেমা সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্রি সফটওয়্যার।
সুতরাং বলা যায়, পারস্পরিক আন্তঃসংযোগ বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্কগুলোকে বিশ্বব্যাপী নেটওয়ার্কের সংযুক্ত করাকেই ইন্টারনেট বলা হয়ে থাকে । এই কারণে ইন্টারনেট কোন মালিক বা প্রতিষ্ঠানের অধীনে নয়। প্রতিটি কম্পিউটার পরিচালনাকারী এক একজন মালিক বা এক একটি প্রতিষ্ঠান একটা গ্রুপ কম্পিউটার নেটওয়ার্কিং পদ্ধতির সার্ভার এর সাথে আরেকটি গ্রুপ কম্পিউটার নেটওয়ার্কিং পদ্ধতির সার্ভারে যোগাযোগ স্থাপন করার মাধ্যমে বিশ্বব্যাপী গড়ে উঠেছে সুবিশাল ইন্টারনেট পরিবার। বর্তমান তথ্যপ্রযুক্তির মহাযজ্ঞে ইন্টারনেট তাই রাখতে পারছে তার নিজের প্রকৃত ভূমিকা।
ইন্টারনেট ও বর্তমান বিশ্ব
আমাদের প্রাত্যহিক ব্যবহারিক জীবনের সাথে ইন্টারনেট আজ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনি টেলিভিশনের সুইচ দিয়ে রিমোট কন্ট্রোল হাতে মুহূর্তের মধ্যে এক দেশের অনুষ্ঠান থেকে অন্য দেশের অনুষ্ঠান উপভোগ করতে পারছেন। আপনি কি জানেন, আপনার সামনে পরিবেশিত এইসব অনুষ্ঠানগুলোর বেশিরভাগই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আপনার সামনে তুলে ধরা হচ্ছে। পৃথিবীর অন্য প্রান্তে কি ঘটছে তা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই প্রান্তের কম্পিউটারে।
এমনকি শুধু পৃথিবীর মাটিতেই নয়। মহাকাশে, মহাসাগরে যেখানে যা কিছু ঘটছে তার তথ্যাদি, ভিডিও চিত্র মুহুর্তের মধ্যে সম্প্রচার কেন্দ্রে পাঠিয়ে দেয়া সম্ভব হচ্ছে এই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে। আপনি ছাত্র, গৃহিণী কিংবা চাকরিজীবী যাই হোন না কেন, ইন্টারনেট পরিবারের সদস্য হওয়া মাত্র পুরো বিশ্ব যেন চলে আসবে আপনার সামনে রাখা কম্পিউটারের মনিটরে। আপনার আঙ্গুলের ডগায়। কিবোর্ডে আঙ্গুলের সামান্য ছোঁয়ায় আপনি পুরো বিশ্ব ঘুরে আসতে পারবেন মুহূর্তের মধ্যে। তাহলে আসুন জেনে নিন কেন আপনাকে ইন্টারনেট পদ্ধতি ব্যবহার করতে হবে বা এই পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে
তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট
আজকের তথ্যপ্রযুক্তির এই মহাযজ্ঞে ইন্টারনেট যারা ব্যবহার করেন না তারা বোধহয় এখনো প্রযুক্তি থেকে দূরে অবস্থান করছেন। আধুনিকতার ছোঁয়া থেকে নিত্য নতুন প্রযুক্তির খবর থেকে বঞ্চিত আছেন।
অত্যন্ত দ্রুত গতিতে এবং ন্যূনতম কম খরচে যোগাযোগের এই মাধ্যমটি যারা ব্যবহার করছেন না তারা এখনো উপলব্ধি করতে পারছেন না কি ধরনের সীমাহীন শক্তি তাদের হাতছাড়া হয়ে আছে। ইন্টারনেটের ক্ষেত্রে দূরত্ব কোন বিষয় না সেটা পৃথিবী থেকে চাঁদের দেশ হোক বা মঙ্গল গ্রহ হোক ইন্টারনেট ভুক্ত যে কোন কম্পিউটারের মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করার এই সুবিধা কে আলোর গতির সাথেও তুলনা করা যেতে পারে। বরং ক্ষেত্র বিশেষে আলোর গতির চেয়েও দ্রুত তথ্য আদান প্রদান করা যায় ইন্টারনেট ব্যবহার করে যেকোনো দূরত্ব অতিক্রম করে তথ্য আদান-প্রদানের এমন মাধ্যম পৃথিবীর আর কোন কিছুতেই নেই
ফ্রিল্যান্সিং এক্সপ্রেস ইন্সটিটিউটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url