আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন

আপনি কি আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন সে সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলটিতে আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন তা জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন
নিচে আপনাদের জন্য আঙ্গুরের জন্য কোন সার ভালো, আঙ্গুর ফল খেলে কি হয় এবং আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি খুব সহজেই আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন তা জানতে পারবেন। তাই দেরি না করে আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন সে সম্পর্কে জেনে নিন।

আঙ্গুরের জন্য কোন সার ভালো

কোনো সার প্রয়োগ করার আগে, আপনার মাটিতে নির্দিষ্ট পুষ্টির ঘাটতি নির্ধারণের জন্য মাটি পরীক্ষা করা অপরিহার্য। এটি আপনাকে আপনার আঙ্গুরের লতাগুলির প্রয়োজন অনুসারে আপনার সার প্রয়োগ করতে সহায়তা করবে। গাছ যদি ১ থেকে ৩ বছরের হয় তাহলে প্রতিটি গাছে এক বছরে ১০ কেজি গোবর সার প্রয়োগ করতে হবে। 

এছাড়াও ৫০০ গ্রাম ফসফেট এবং ৪০০ গ্রাম পটাশ ও ১০০ গ্রাম ইউরিয়ে প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে যে পটাশ প্রয়োগের ফলে আঙ্গুর ফল মিষ্টি হয়। পটাশ সার প্রয়োগের ফলে পকামাকড় ও রোগবালায়ের উপদ্রব কমে যায়। তাই আঙ্গুর গাছের পুষ্টি বৃদ্ধিতে এবং ভালো ফলন পেতে উক্ত সারগুলো প্রয়োগ করতে হবে। আশা করি আঙ্গুরের জন্য কোন সার ভালো তা বুঝতে পেরেছেন।

আঙ্গুর ফল খেলে কি হয়

আপনি যদি জানেন আঙ্গুর ফল খেলে কি হয় তাহলে আপনি আঙ্গুর ফল না খেয়ে থাকতে পারবেন না। কেননা আঙ্গুর ফলের রয়েছে অনেক পুষ্টিগুণ। আঙ্গুরে ভিটামিন (যেমন ভিটামিন সি এবং ভিটামিন কে), খনিজ পদার্থ (পটাসিয়াম) এবং ডায়েটারি ফাইবার সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এই পুষ্টিগুলি সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। আঙ্গুরে রেভেরাট্রল, কোয়ারসেটিন এবং অ্যান্থোসায়ানিন সহ বিভিন্ন ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। 

এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে, প্রদাহ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্যকে ঠিক রাখতে সহায়তা করে।আঙ্গুরের নিয়মিত সেবন রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। আঙুরে থাকা ফাইবার, পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের সংমিশ্রণ হার্টের স্বাস্থ্যে গুরুত্বপুর্ণ অবদান রাখে। আশা করি আঙ্গুর ফল খেলে কি হয় তা বুঝতে পেরেছেন।

আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন

আঙ্গুরের ভালো ফলন পেতে আঙ্গুর গাছের পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আঙ্গুর গাছের পরিচর্যা যেভাবে করবেন তা হচ্ছে আঙ্গুর গাছ এমন জায়গায় লাগাবেন যেখানে পর্যাপ্ত পরিমানে সূর্যের আলো লাগে, প্রায় ৬-৮ ঘন্টা দৈনিক রোদ থাকে সেরকম স্থানে গাছ রোপন করতে হবে। আঙ্গুরের জাতগুলি বেছে নিন যা আপনার জলবায়ুর সাথে উপযুক্ত। 

আপনার মাটির সঠিক pH স্তর রয়েছে তা নিশ্চিত করতে পরীক্ষা করুন (সাধারণত ৬.০ এবং ৬.৫ এর মধ্যে)। মাটি ক্রমাগত আর্দ্র রাখুন। গাছের বৃদ্ধির জন্য সার প্রয়োগ করতে পারেন তবে তা যেন অতিরিক্ত পরিমানে না হয়। আর গাছের লতাপাতা ছাটাই অবশ্যই করতে হবে। কীটপতঙ্গ এবং রোগবালাই দেখা দিলে কীটনাশক প্রয়োগ করবেন। এভাবে প্রতিনিয়ত আঙ্গুর গাছের যত্ন নিবেন।

আঙ্গুরের প্রধান রোগ কোনটি

আঙ্গুরের প্রধান রোগ, যা ব্যাপকভাবে পরিচিত এবং আঙ্গুর চাষের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হতে পারে, তা হল পাউডারি মিলডিউ। পাউডারি মিলডিউ একটি ছত্রাকজনিত রোগ যা আঙ্গুরের গাছের পাতা, কান্ড এবং ফলকে প্রভাবিত করে। পাউডারি মিলডিউ-এর লক্ষণগুলির মধ্যে রয়েছে পাতার উপরিভাগে সাদা থেকে ধূসর পাউডারি দাগ বা ছোপ দেখা। রোগের অগ্রগতির সাথে সাথে এটি পাতার বিকৃতি ঘটাতে পারে, সালোকসংশ্লেষণ হ্রাস করতে পারে এবং শেষ পর্যন্ত আঙ্গুরের গুণমান এবং ফলনকে কমিয়ে দিতে পারে।

আঙ্গুর তোলার পর কি পাকে

আঙ্গুর হল কয়েকটি ফলের মধ্যে একটি যা লতা থেকে তোলার পরে আর পাকে না। অন্যান্য ফল যেমন আম বা কলা তোলার পরে যেমন পেকে যায় ঠিক তেমনই সেগুলোর বিপরীতে হচ্ছে আঙ্গুর। আঙ্গুর ফল লতা থেকে তোলা হয়ে গেলে বা গাছ থেকে লতা ছিড়ে ফেললে আর পাকে না। আশা করি আঙ্গুর তোলার পর কি পাকে নাকি পাকে না তা জানতে পেরেছেন।

আশা করি আজকের আর্টিকেলটি আপনারা সম্পূর্ণ পড়েছেন এবং আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন তা জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে আঙ্গুর গাছের পরিচর্যা কিভাবে করবেন তা ছাড়াও আঙ্গুর তোলার পর কি পাকে, আঙ্গুরের প্রধান রোগ কোনটি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি এসকল তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এধরণের গুরুত্বপুর্ণ তথ্য বেশি বেশি পড়তে ও জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন, 21021.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্রিল্যান্সিং এক্সপ্রেস ইন্সটিটিউটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url